খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস)-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালী,আলোচনা সভা, দো’আ ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা বাজুস কার্যালয় থেকে একটি র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজুস কার্যালয়ে এসে আলোচনা সভা, দো’আ ও কেক কর্তন অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু। বাজুস গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী সাধন চন্দ্র কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম চৌধুরী রাজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি রাহেনুল ইসলাম জুয়েল, উপজেলা বাজুসের প্রধান উপদেষ্টা শ্রী বৈদ্যনাথ তালুকদার, সহ-সভাপতি শ্রী তপন চন্দ্র মহন্ত, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন রাজু, কোষাধ্যক্ষ শ্রী বাবুল চন্দ্র মহন্ত ও সাংবাদিক সাজাদুর রহমান সাজুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।