খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর বাবলুকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়া কচুয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রধান আতাউর রহমান বাবলু শিবপুর ইউনিয়নের পাড়া কচুয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, প্রধান আতাউর রহমান বাবলুকে দলীয় মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।