খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) বিকেলে পৌরশহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাড. মিজানকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।