খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশের আলোচিত হ্যাকারচক্রের অন্যতম প্রধান পলাশ রানাসহ ৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাত থেকে শুরু করে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম-এর নেতৃত্বে ক্যাপ্টেন ইকারাম হোসেন, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম, সার্জেন্ট সাইদুর রহমান, থানার এসআই মোমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা প্রচন্ড ভারী বৃষ্টির মধ্যেও সাহসিকতার সাথে পরিচালনা করা হয়।
উপজেলার তালুককানুপুর এবং দরবস্ত ইউনিয়নে এ অভিযান চালিয়ে হ্যাকেরচক্রের মাস্টার মাইন্ড তালুককানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামের ইউনুস আলীর ছেলে পলাশ রানা, একই গ্রামের আবু বক্করের ছেলে সুমন মিয়া, নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার সাইদুল, তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটনকে গ্রেফতার করে। এসময় পলাশ সুমন সাইদুল-এর নিকট থেকে ৮৩৮টি বিভিন্ন ফোন কোম্পানীর সীম কার্ড, ১৭টি মোবাইল ফোন, নগদ ৫৬ হাজার ১শ’ টাকা, ১টি সিসি ক্যামেরা, ১টি ক্যামেরা যুক্ত পেন, ১টি ড্রোন, ১টি ল্যাপটপ এবং ইউপি সদস্য আবু সাইদ লিটনের বাড়ীতে তল্লাশি চালিয়ে দু’টি দেশীয় অস্ত্র ছোড়া, মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।