খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খলিল (৭৩) মারা গেছেন।
শুক্রবার (৪ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খলিলুর রহমান খলিল শহরের ডেভিড কোম্পানী পাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, খলিলুর রহমান খলিলের জানাজা নামাজ শনিবার ( ৫ জুলাই) আসরের নামাজের পর স্টেশন মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে স্টলীর গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খলিল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড কাবের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।