খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (২১ জুলাই) জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (যুগ্মসচিব) অনু ও তদন্ত-২ মোতাহার হোসেন। সভায় আরো মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্্ সালাম, দুর্নীতি দমন কমিশন সদস্য সচিব মাহফুজার রহমান স্বপন, সহ-সভাপতি ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, রংপুর বিভাগীয় পরিচালক নুরুল হুদা, উপ-পরিচালক শাওয়ন মিয়া ও সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ অন্যান্যরা।
পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে হল রুমে জেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে দুদক মহাপরিচালক মহোদয় পুরস্কার প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতাটি সমন্বয় করেন জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ-এর অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার উপস্থিত ছিলেন। এরআগে তিনি তিনি বিদ্যালয়ে সততা স্টোর পরিদর্শন করেন। পরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।