খবরবাড়ি ডেস্কঃ জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিসত্মম্ভ’ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ। অনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। গণপূর্ত বিভাগের অধীনে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
নির্মাণ কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, জুলাইয়ের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।