খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে আলোচনা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আলোচনা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচাল মিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌধুরী মোয়াজম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাও. জহুরুল হক প্রমুখ। এসময় জুলাই আন্দোলনের আহত জুলাই যুদ্ধাগণ ছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। শেষে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।