খবরবাড়ি ডেস্কঃ দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গাইবান্ধায় চারদিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড কাব মিলনায়তনে এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সুকান্ত কুন্ডু।
এসময় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড কাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান, সংগঠক মো. আবু নাইম ও বিক্রয় কর্মকর্তা হানিফ হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।
চারদিনব্যাপী বইমেলায় থাকছে দেশি-বিদেশী লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনী, কবিতা, প্রবন্ধ ও নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শণ, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না ও ব্যায়ামবিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বইসহ সবধরণের বই। আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী বই কিনতে পারবেন বলে আয়োজকরা জানান।
বইমেলা উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) প্লে থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা গ্রুপ পর্যায়ে চিত্রাংকন এবং শুক্রবার (২৫ জুলাই) ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গ্রুপ পর্যায়ে আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।