খবরবাড়ি ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের সহধর্মিনী বেগম নাসরিন সিদ্দিকীর স্মরণে মঙ্গলবার (১ জুলাই) গাইবান্ধা জেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে সংগঠন কার্যালয়ে শোকসভা ও দো’আ অনুষ্ঠিত হয়। শোকসভায় দলের সকলস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাঁর ত্যাগ ও সংগ্রামী কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আহবায়ক কামরুজ্জামান, ফুলছড়ি উপজেলা সমন্বয়ক মো. শাহ কামাল, পলাশবাড়ী উপজেলা আহবায়ক অ্যাড. আলফা আরসালান খান, রাজু আহমেদ, মো. বেলাল হোসেন, মো. সুজন মিয়া, আব্দুল মজিদ মন্ডল, আব্দুর শেখ, শ্যামলী বেগম, সাজু মিয়া, বিউটি বেগম ও রোজিনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, আজীবন সংগ্রামী নাসরিন সিদ্দিকী ছিলেন অত্যন্ত সহজ সরল, সাদামাটা মানুষ, সেটুতে মিশে থাকতো বিনয়ের আবরণে। তিনি ছিলেন রাজনীতি সচেতন, সাম্প্রতিক বিষয়ে প্রখর জ্ঞান ছিল তার। তিনি আজীবন কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন, হয়ে উঠেছিলেন মেহনতি মানুষের আলোকবর্তিকা। তিনি ছিলেন দক্ষ, সৎ নির্লোভ, নির্ভিক রাজনীতিক। সত্যের প্রতি তার ছিল অসম্ভব শ্রদ্ধা। বরেণ্য এই মহিয়সী নারী নিজ কর্মগুণেই দেশের মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবেন।
বক্তারা আরো বলেন, তিনি একজন শক্তিশালী সংগঠক ছিলেন, তার এই শূন্যতা পূরণ হবার নয়। তার স্বপ্ন আদর্শ, কৃষক শ্রমিক মেহনতি মানুষ ও বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে আমাদের উদ্দীপ্ত করবে চিরকাল। অসাধারণ প্রজ্ঞাবান প্রর্থিতযশা এই মহিয়সী নারীর আত্মার শান্তি কামনা করেন বক্তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.