খবরবাড়ি ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (১৬ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর থানা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী প্রবল বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু ও শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি শক্তি চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা করে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তবে বিএনপি কাউকে ছাড় দিবে না, বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।