খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশী কালে ৩০ বোতল ফেনসিডিলসহ ২ নারী মাদক কারবারীকে গ্রেফতার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের ইউটার্ন নামক স্থান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, কুড়িগ্রাম থেকে বগুড়াগামী এসএ এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে তল্লাশী কালে ২ মহিলার নিকট থেকে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল জব্দসহ ওই দুইজন গ্রেফতার করা হয়।
এদিকে; গ্রেফতারের পর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।