খবরবাড়ি ডেস্কঃ সুনীল রবিদাস সভাপতি ও খিলন রবিদাস সাধারণ সম্পাদক এবং বাবু লাল রবিদাস সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা রবিদাস ফোরাম-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-এর গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা মঙ্গলবার (২৫ জুন) গাইবান্ধার ভিএইড কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক বিপুল কুমার দাস। উদ্বোধক ছিলেন বাংলাদেশ রবিদাস ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নীরব রবিদাস।
সংগঠনের জেলা সহ-সভাপতি টুকু রবিদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিলন রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা রবিদাস ফোরামের সহ-সাধারণ সম্পাদক সুবাস রবিদাস, কোষাধ্যক্ষ বিপুল রবিদাস, আইন বিষয়ক সম্পাদক সুমন রবিদাস, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ রবিদাস, সাধারণ সম্পাদক বাবু লাল রবিদাস, বিআরএফ-ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি সুবল রবিদাস, সহ-সাধারণ সম্পাদক কমল রবিদাস, সাংগঠনিক সম্পাদক সুজন রবিদাস, গাইবান্ধা সদর উপজেলা রবিদাস ফোরামের সিনিয়র সহ-সাধারণ দিলিপ রবিদাস, সাংগঠনিক সম্পাদক জীবন রবিদাস, বাদিয়াখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন রবিদাস, শাওন রবিদাস, লক্ষণ রবিদাস, শান্তি রানী ও সুবাসী রানী প্রমুখ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।
সভাশেষে সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা পূর্বক সুনীল রবিদাসকে সভাপতি, খিলন রবিদাসকে সাধারণ সম্পাদক ও বাবু লাল রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রবিদাস ফোরাম-গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়।
তিন বছর মেয়াদী নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামীতে গাইবান্ধা জেলার ৭টি উপজেলার রবিদাস জনগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।