খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ-৪৯৪) উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ১১টায় পলাশবাড়ী পৌরশহরের ঢাকা বাসস্ট্যান্ডে অত্র শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব মনিরুজ্জামান হানিফ। তিনি তার বক্তব্যে বলেন, ‘গত ৪ জুন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির প্যাডে কমিটির আহবায়ক আব্দুল হামিদ মিটুল স্বাক্ষরিত গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর একটি পত্র প্রেরণ করেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।এতে আমাদের মোটর শ্রমিক ইউনিয়ন (৪৯৪) নিবন্ধিত সংগঠনের সকল বৈধ কার্ডধারী শ্রমিক মর্মাহত হয়েছেন। আমরা ওইপত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ‘গঠনতন্ত্রের ২০ অনুচ্ছেদের (ঘ) ধারা অনুযায়ী সাধারণ শ্রমিকদের সিদ্ধান্ত উপেক্ষা করে আব্দুল হামিদ মিটুল কিভাবে মোটর শ্রমিক ইউনিয়নে মোশফেকুর রহমান রিপন ও আব্দুল মোতাল্লেব সরকার বকুলের নেতৃত্বে কমিটি বৈধ হিসেবে দাবী করেন। আমরা জানতে চাই, কোন ধারার কোন অনুচ্ছেদের আওতায় এটি অনুমোদন পেয়েছে?
সদস্য সচিব হানিফ অভিযোগ করেন, ‘৫ আগস্ট ২০২৪-এর পর সংগঠনটি নেতৃত্ব শূন্য হয়ে পড়লে কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতি দেখিয়ে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে নেতৃত্ব দখল করে। মোশফেকুর রহমান রিপন একজন হত্যা মামলার আসামী হওয়ায় তার সদস্যপদ দীর্ঘদিন যাবৎ স্থগিত।
অন্যদিকে; আব্দুল মোতাল্লেব সরকার বকুল কখনই মোটর শ্রমিক ইউনিয়নের প্রাথমিক সদস্য ছিলেন না। ফলে সংগঠনের গঠনতন্ত্রের ১১নং অনুচ্ছেদ অনুযায়ী তারা কোনো দায়িত্ব পালনে, ভোট দেয়ার বা প্রার্থী হওয়ার যোগ্য নন।’
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয় গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, পলাশবাড়ী উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিসংগঠনের চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ও উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুলকে অবৈধ ও বিতর্কিত কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পত্র দেয়ার আহ্বান জানান সদস্য সচিব মনিরুজ্জামান হানিফ।
সংবাদ সম্মেলনে অত্র শ্রমিক সংগঠনের আহ্বায়ক আবু তাহের ড্রাইভার, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হাসানুর রহমান হাসান, সদস্য আলমগীর হোসেন, আব্দুল কাদের প্রধান, খাজা মিয়া, জায়দাল, শাহীন মিয়া ও মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।