খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত হয়।
রোববার (১ জুন) সকাল থেকে বিকেলে পর্যন্ত ওই ইউনিয়নের মোট ৪২৭০ জন সিলিপধারী গরীব অসহায়, দুঃস্থ মানুষের মাঝে প্রতি সিলিপ ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বিতরণী অনুষ্ঠানে সিলিপধারীদের মধ্যে নানা ধরনের উত্তেজনা বিরাজ করাসহ চাল বিতরণে নানামুখী জটিলতা দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল সাহেব ও কর্পোরাল আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিশৃঙ্খলা থেকে শান্তি বিরাজ করে।
অপরদিকে; সবার অজান্তে ইউনিয়ন পরিষদ সংলগ্ন আব্দুল জলিল নামে এক ব্যক্তি সিলিপ ও সিলিপের ৮০০ কেজি চাল ক্রয় করে নিজ শয়ন ঘরে জমা করে রাখে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টিম খবর পেয়ে জলিলকে গ্রেফতারসহ চাল জব্দ করে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে তার নামে মামলার প্রোসেসিং চলমান রয়েছে। তবে ঘটনাস্থলে তদন্তকারী অফিসার হিসেবে এসআই শাহীন নিয়োজিত ছিলেন।
পক্ষান্তরে সেনাবাহিনীর উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হয়। সিমিত কিছু কার্ডধারী অনুপস্থিত থাকায় উৎসৃষ্ট চাল কালক্ষেপণ না করে কার্ডবিহীন উপস্থিত অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।