খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বুধবার উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী মাদ্রাসা-মসজিদ ঢাকা-রংপুর মহাসড়কের সামন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে নারীটি কোনো যানবাহানের চাপায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা গেছে। তিনি আরো জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি আইনী প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।