স্টাফ রিপোর্টারঃ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন শত শত মানুষ খাবার গ্রহণ করছেন। নোংরা গ্লাস, অপরিচ্ছন্ন টেবিল-চেয়ার, অসতেজ পরিবেশ এবং খাবারে মাছির উপদ্রব এসব যেন এখন এই হোটেলগুলোর সাধারণ চিত্রে পরিণত হয়েছে। ফলে এসব খাবার খেয়ে পেটের ব্যথা, ডায়রিয়া, আমাশয়সহ নানা পেটের রোগে ভুগছেন অনেক সাধারণ মানুষ।
বিশেষ করে নতুন চৌপথি এলাকায় ‘রব্বানী হোটেল’, ‘খাবার বাড়ি’, ‘নিউ মিষ্টি বন’ এবং ভিতরবাজার এলাকার কয়েকটি জনপ্রিয় হোটেলের অবস্থা অত্যন্ত শোচনীয় বলে অভিযোগ করছেন ভোক্তারা। খাবারের মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেও হোটেল মালিকদের কাছ থেকে অনেকে চোখ রাঙানির শিকার হচ্ছেন বলেও জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মো. শামীম হোসেন জানান, খাবারের পরিবেশ খুবই খারাপ। একাধিকবার পেটের সমস্যা হয়েছে, কিন্তু এলাকায় বিকল্প না থাকায় বাধ্য হয়ে খেতে হয়।”
তার মতো অনেকেই জানান, হোটেলগুলোতে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই। অনেক ক্ষেত্রে ধোয়া ছাড়াই গ্লাস-প্লেট ব্যবহার করা হয়, রান্নার পরিবেশ থাকে অত্যন্ত নোংরা এবং খাদ্যদ্রব্য খোলা অবস্থায় রাখা হয় মাছির ভিড়ে।
এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, হোটেলগুলোর ওপর কোনো নিয়মিত মনিটরিং নেই। দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো অভিযান চালানো হয়নি। ফলে হোটেল মালিকরা বেপরোয়া হয়ে উঠেছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব হোটেলে স্বাস্থ্যপরীক্ষা, অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা না করলে পুরো অঞ্চলের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।