খবরবাড়ি ডেস্কঃ “শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সর্বজনীন” প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ পালিত হচ্ছে।
এ উপলক্ষ্যে সোমবার (২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণদের স্বাস্থ্য সচেতনামূলক ও পুষ্টি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মোঃ আবু বক্কর সিদ্দিক অনিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. সুমিতা খাতুন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর প্রেস কাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী প্রমূখ।