খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে গাইবান্ধায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) সকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবন মিলনায়তনে জেলা, উপজেলা ও পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শকদের অংশগ্রহণ দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ নিদাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, জেলা মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ ও জেলা আদালতের পিপি অ্যাড. আব্দুল হালিম প্রামানিক ছাড়াও অন্যান্যরা। এসময় জেলা, উপজেলা ও পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।