খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভাডভ্যান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) শহরের সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম নাজিবুল আমিন নান্নু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা ট্রাক-ট্যাংকলড়ী-কার্ভাডভ্যান মালিক সমিতির সভাপতি আবুল হোসেন সরকার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল আলম টিপু, সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং স্বল্প সময়ের মধ্যে আগামী তিন বছরের জন্য নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনের সার্বিক অগ্রগতি, সদস্যদের সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রদান করেন এবং একটি কার্যকর ও স্বচ্ছ কমিটি গঠনের আহ্বান জানান।