খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় উত্তরবঙ্গের আদিবাসীদের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা এবং গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে শহরের চবুতরা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইপিনিউজবিডির সম্পাদক এন্টনি রেমা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ। সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মনা, মানবাধিকার সংগঠন ‘অবলম্বন’-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, নারী নেত্রী নাজমা বেগম, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, অবলম্বনের কো-অর্ডিনেটর টনি চিরান, আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, বারনাবাস টুডু ও গৌরচন্দ্র পাহাড়িসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ‘উত্তরবঙ্গের আদিবাসীরা দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার। ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি।’
তারা আরো বলেন, ‘মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি এসব বিষয় নিয়ে সরব হয়, তবে প্রশাসন ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ সম্ভব। এ বিষয়ে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে।’
সাংবাদিক ও মানবাধিকারকর্মী ঐতিহ্য চাকমা’র সঞ্চালনায় এ সভায় জেলার বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী এবং আদিবাসী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আদিবাসীদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।