খবরবাড়ি ডেস্কঃ করোনা আতঙ্ক হারিয়ে গিয়েছিল বিশ্ব থেকে এমন বিশ্বাস অনেকেরই। তারা নেমে পড়েছিলেন স্বাভাবিক জীবনের ছন্দে। কিন্তু আবারো হঠাৎ করেই দেখা দিচ্ছে এই সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। তাই নতুন করে সতর্কতার বার্তা পৌঁছে দিতে গাইবান্ধায় শুরু হয়েছে মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ জুন) দুপুরে ‘বিশ্ব গনমানুষের সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে গাইবান্ধা শহরের রেলওয়ে ষ্টেশন চত্বরে যাত্রী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের তথ্য ও প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবু।
বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের তথ্য ও প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবু বলেন, বর্তমানে করোনা সংক্রমণ বাড়ছে। তাই মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে সেই বার্তা দিতেই আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা’র উদ্যোগে আমরা এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, এই উদ্যোগ জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখছি।
এসময় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সংগঠনের রংপুর বিভাগীয় কমিশনার তাওহিদা বকশি, সদস্যদের মধ্যে মামুন মিয়া, সামিউল ইসলাম সামি, আশিকুর রহমান আশিক, সাম্মি আক্তার, জান্নাতুল রিয়া ও ইস্মত আরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।