খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বুধবার (২৮ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম-এর সভাপতিত্বে উদ্বোধনী প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ,ম, শহীদ উল্লাহ ভূঞা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে গ্রাম আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া, মামলা গ্রহণ ও নিষ্পত্তি, স্থানীয় বিরোধ সমাধানে আইনি কাঠামোর ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।