খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, গাইবান্ধা জেলা শাখার মহান মে দিবসের আলোচনা সভায় পত্রিকা বিক্রেতা ও অটোবাইক চালক আনিসের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন বক্তারা।
মহান মে দিবস উপলক্ষ্যে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় পার্টির জেলা কার্যালয়ে আলোচনা সভা আনুষ্ঠিত হয়। সিপিবি’র জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু, সাধারণ সম্পাদক মেমাস্তাফিজার রহমান মুকুল, সহ-সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী ও সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাম মে দিবসের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা মহান মে দিবসের চেতনায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রতি দাবী জানান। অতিসম্প্রতি গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রেতা ও অটোবাইক চালক আনিসুর রহমান আনিসের খুনের সাথে জড়িত সকল দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।