খবরবাড়ি ডেস্কঃ শিক্ষা ও গবেষনা ইন্সটিউটিটিটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা বিচারের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কালো ব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে পলাশবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকার ও সদস্য সচিব মাজেদুল ইসলাম সঞ্চালনায় এ কর্মসূচীতে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন সুহাদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকারসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবস্থান কালে ছাত্রদলের নেতাকর্মীরা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীরাসহ সকল হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।