বার্তা প্রেরক,
মোঃফেরদাউছ মিয়াঃ
তথ প্রযুক্তির এই যুগে জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেয়ার লক্ষ্য পূরণে দেশে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট চালু করা হলেও বাস্তবে অনেক সাইট দীর্ঘদিন ধরে অচল বা তথ্যহীন অবস্থায় পড়ে আছে।
বিশেষ করে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও অনেক ক্ষেত্রে তথ্য পুরাতন, অপ্রাসঙ্গিক অথবা একেবারেই অনুপস্থিত। কিছু ওয়েবসাইট আবার সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ জনগণ তাদের প্রয়োজনীয় সরকারি তথ্য বা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উল্লেখযোগ্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে:অনেক ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদ ৩-৪ বছর আগের।
কর্মকর্তাদের নাম, যোগাযোগের নম্বর বা দায়িত্ব সম্পর্কে সঠিক তথ্য নেই।
সেবার তালিকা বা আবেদন প্রক্রিয়া অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর।
অভিযোগ দাখিলের কোনো কার্যকর লিংক বা কার্যকর ফলোআপ পদ্ধতি নেই।
অনেক ওয়েবসাইট লোড হয় না বা ‘404 Error’ দেখায়।
এই পরিস্থিতিতে তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্য জানার অধিকার যেমন ক্ষুণ্ন হচ্ছে, তেমনি সরকারের উন্নয়ন ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজ, শিক্ষিত যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিরা বলছেন, “সরকারি ওয়েবসাইট হলো জনগণের কাছে তথ্য পৌঁছানোর অন্যতম মাধ্যম। অথচ আমরা সেটার সুফল পাচ্ছি না।”
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
নিয়মিতভাবে ওয়েবসাইট আপডেট করার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ।
ওয়েবসাইট মনিটরিং ও রক্ষণাবেক্ষণের জন্য পৃথক বাজেট ও প্রযুক্তিগত সহায়তা।
তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।
এই প্রেক্ষাপটে তথ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবী:
অবিলম্বে ওয়েবসাইট হালনাগাদে নির্দেশনা জারি করা হোক।
বন্ধ থাকা সাইটগুলো চালু করে তথ্যসমৃদ্ধ ও ব্যবহার বান্ধব করা হোক।
তথ্য প্রদানে গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।