জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল নামের দুই বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তে বাহিনী বিএসএফ। সম্পর্কে তারা দুজন মামা ভাগ্নে।
শুক্রবার(২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার আগে ওই উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নং সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায়।
ভারতীয় বিএসএফ এর হেফাজতে থাকা ওই দুই বাংলাদেশীর মধ্যে একজনের নাম মাহফুজ ইসলাম ইমন। ইমন ধবলসতি এলাকার বাসিন্দা এবং এসএসসি পরীক্ষার্থী। অপরজন ইমনের মামা বগুড়ার বাসিন্দা সাজেদুল ইসলাম।
স্থানীয়বাসিন্দারা জানায়, পাটগ্রামের ধবলসুতী সীমান্তের ৮২৫ নং মেইন পিলার এলাকার সীমান্তে একটি চবাগানে মহাস্থানগড় বগুড়া থেকে বেড়াতে আসা সাজেদুল ইসলাম(২৪) কে নিয়ে ছবি তুলতে যায় ওই এলাকার মোস্তাকের ছেলে ইমন। এ সময় ওই সীমান্তে ভারতীয় বিএসএফ এর ২০-২৫ জনের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অক্ষত অবস্থায় বিএসএফ এর হেফাজতে থাকা এসএসসি পরিক্ষার্থীসহ দুজনকে ফেরত পেতে উর্ধতনদের দৃষ্টি আহবান জানিয়েছেন।
এ বিষয়ে ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহবান জানানো হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ৬১ বিজিবি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠক আহবান করেছে। এছাড়া বিএসএফ এর হেফাজতে থাকা দুজন শিক্ষার্থী এ বিষয়টি তাদের জানানে হয়েছে। তাদেরকে আজকে ফেরত দিতে পারে বিএসএফ।
Leave a Reply
You must be logged in to post a comment.