খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর একজন হাস্যো জ্জ্বল সজ্জন। পৌরশহরের প্রিয় পরিচিত মুখ। শহরের রংপুর বাসস্ট্যান্ডের (ববি সিনেমা) স্বতঃস্ফুর্ত হাসিমাখা ব্যক্তিত্ব মোহাম্মদ আবু বক্কর আকন্দ (৭০) আর নেই। আকস্মিক হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পৌরসভার গিরীধারীপুর ওয়ার্ডের (বাসুপাড়ার) মরহুম গেন্দু আকন্দের ছেলে বিশিষ্ট এ চামড়া ব্যবসায়ি বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। এরআগে তিনি তার নিজ বাড়িতে আকস্মিক অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নেয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে, ভাই-বোন, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনি, পাড়াপ্রতিবেশি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় বাড়ি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।
তার মৃত্যুতে পলাশবাড়ী উপজেলা চামড়া ব্যবসায়ি সমিতি ছাড়াও অন্যান্য চামড়া ব্যবসায়ি, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।