খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির (৫৫) বুধবার রাতের কোনো এক সময় বাথরুমে পড়ে গিয়ে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর স্থায়ী ঠিকানা রাজধানী ঢাকার পান্থপথ এলাকায়। খান মোস্তাক নাসির দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এ উপজেলায় কর্মরত ছিলেন। ২০১৭ সালের ২৩ জুলাই তিনি এ উপজেলায় সমবায় অফিসার হিসেবে যোগদান করেছিলেন। বুধবার (২৭ মে ২০২৫) কর্মদিবসে তিনি সর্বশেষ অফিস করেছেন। জীবদ্দশায় কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন শিগগিরই এ কর্মস্থল থেকে অন্যত্র বদলী হবেন। কিন্তু চিরায়ত নিয়তির খেলায় শুধু এ উপজেলা নয়-সারাজীবনের জন্য তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। যেখান থেকে কেউ কখনো আর ফিরে আসেনা।
তাঁর পরিবার নিয়মিত ঢাকায় থাকতেন। তিনি উপজেলা পরিষদ অভ্যন্তর ডর্মেটারি (ব্যচেলর কোয়ার্টার) কক্ষেই থাকতেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ স্বাস্থ্যগত প্রাথমিক সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, স্থানীয় চেনা-পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আলম জানান, ঢাকায় অবস্থানরত পরিবার-পরিজনকে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যেই তারা পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। এসে পৌঁছলেই স্বজনদের নিকট মরদেহ বুঝিয়ে দেয়া হবে বলে জানান।