খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী হাইস্কুল মাঠে ভিডব্লিউবি’র ২৬৬ জন সুবিধাভোগীদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে জানুয়ারি থেকে মে মার্স পর্যন্ত ৫ মাসের ১৫০ কেজি চাল বিতরণ করা হয়। এসময় ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ কর্মকার, হিসাব সহকারি-কাম-সিও মো. মাহেদুল ইসলাম, চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া, ইউপি সদস্য নুরুন্নবী সরকার, ওলিউর রহমান, শাহারুল ইসলাম, জামেলা বেগম ও আনোয়ারা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।