খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে পালন করা হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অর্পন করা হয়। এদিন বিকেলে স্থানীয় পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, গ্রাম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাল্লেব সরকার বকুল, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম মমিন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম রেজা ও উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার প্রমুখসহ অন্যান্যরা। এসময় উপজেলা, পৌর বিএনপি ও ইউনিয়ন অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় বিশেষ দো’আ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা।