খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাজারে মাদকসেবীদের আখড়া বন্ধের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া দক্ষিণপাড়া শাহ সাকী দরবেশ আউলিয়া তরিকত এ খাজাবাবা মাজার শরীফে মাদকসেবীদের আস্তানা বন্ধের দাবীতে এলাকাবাসীর আয়োজনে তালতলী জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকার মুসল্লিবৃন্দ অংশগ্রহণ নেয়।
মানববন্ধনে বালাবামুনিয়া তালতলী জামে মসজিদের সভাপতি খন্দকার খালেক, মসজিদের পেশ ঈমাম মাও. রফিকুল ইসলাম, শাহ আলম খন্দকার, ফাত্তাসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা বক্তব্যে বলেন, বালাবামুনিয়া দক্ষিণপাড়া শাহ সাকী দরবেশ আউলিয়া তরিকত এ খাজাবাবা মারা যাওয়ার পর থেকে এই মাজার বন্ধ হয়ে যায়। হঠাৎ বেশ কয়েক দিন হলো মাদকসেবীরা তাদের মাদক ব্যবসা ও সেবনের স্থান তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এলাকাবাসী চাই এই মাজার শরীফ বন্ধ ছিল বন্ধ থাকবে এখানে কোন মাদক কারবারি আস্তানা হবে না।
উল্লেখ্য; মাদকসেবী এসে এলাকার পরিবেশ নষ্ট করছে এবং বিভিন্ন অপকর্ম সৃষ্টি করছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রাস্তাঘাটে চুরি ছিনতাই অব্যহত আছে। প্রশাসনের কাছে আমাদের দাবী এই মাদক কারবারি ও মাদকসেবীদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবেই এদেরকে প্রতিহত করা যাবে। তা না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।