খবরবাড়ি ডেস্কঃ ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে থেকে ভূমি মেলা উপলক্ষে একটি র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জামায়াত নেতা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নেতা মাসুদ রানা শেখ ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ছাড়াও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মেলা চলাকালে সেবা গ্রহীতারা এখানে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ উত্তোলন সহ জমির যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পাবেন। এছাড়া ১৬১২২ নম্বরে ফোন করেও যাবতীয় ভুমি সেবার তথ্য ও অভিযোগ জানাতে পারবেন।