খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ড্রিমল্যান্ড নামক এলাকায় কলাগাছের ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেল ৩টার দিকে পৌরশহরের বৈরি হরীণমারী গ্রামের ড্রিমল্যান্ড পলাশবাড়ী ফায়ার স্টেশনের পশ্চিমপার্শ্বে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৫) এবং মজনু মিয়ার নাতি লাবিব (৭) বাড়ীরপার্শ্বে একটি পুকুরে ভাসমান কলাগাছের ভেলায় খেলা করছিল। হঠাৎ খেলা করতে করতে এক সময় ভেলা উল্টে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির করে ওই দুই শিশু’র মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। লাবিব গোবিন্দগঞ্জ পৌরশহরের আজিজ ও নিলা বেগম দম্পতির ছেলে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।