খবরবাড়ি ডেস্কঃ
আসন্ন ঈদ-উল-আযহা আগামী ৭জুন/২৫ তারিখ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭মে মঙ্গলবার উপজেলা হল রুমে দুপুর ১২ ঘটিকায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নবাগত নির্বাহী অফিসার নাজমুল আলম এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার,থানা ইন্সপেক্টর তদন্ত পবিত্র কুমার সরকার,১ নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক,৭নং পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মোশফেকুর রহমান রিপন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,
মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখা মোঃ মাসুদ রানা শেখ, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল, সময়ের কন্ঠসরের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামাজিক – সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঈদ-উল-আযহার পবিত্র নামাজ আদায়সহ পশু কোরবানির বর্জ্য আবর্জনা ও নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকলের প্রস্তাবনা বিষয়ে ট্রাফিক ব্যবস্থাপনা, উপজেলার পশুরহাট, বাজারে অতিরিক্ত খাজনা, দালাল সেন্ডিকেট, দ্রব্যমূল্য ও পশুর স্বাস্থ্য পরিক্ষা নিশ্চিত করণ বিষয়সহ নানাবিদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানান পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের সভাপতি শামিম আহম্মেদ ও যুব জামায়াতের নেতৃবৃন্দ।