খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রলির ধাক্কায় ১ বছর ৮ বয়সী শিশু কেশব বাবু নিহত হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, নিহত শিশু কেশব বাবু তার মা এবং নানীর সাথে ভ্যান যোগে মাঠেরহাট ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথিমধ্যে পবনাপুর-ডাকঘর সড়কের মোস্তফাপুর গ্রামে শফি আলমের বাড়ী সামনে আসা মাত্রই একটি ইট বোঝাই ট্রলি ভ্যানটি ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে ছটকে সড়কের পড়ে ট্রলির ঢাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত শিশু কেশব বাবু গোবিন্দগঞ্জ উপজেলা নাকাইহাট এলাকার সুজন চন্দ্র সূত্রধর ও ছন্দা রানী সূত্রধরের একমাত্র সন্তান। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। থানা পুলিশ ট্রলিটি জব্দ করেছে থানায় নিয়ে আসে।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। চালককে গ্রেফতারী অভিযান অব্যাহত রয়েছে।