খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি:-রাজ ৪৯৪ এর সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এর বিরুদ্ধে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক ফোরলেন সড়কের জন্য সরকার কর্তৃক জমি অধিগ্রহণ এর ক্ষতিপূরণ বাবদ জমির উপরের স্থাপনার ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২৯ মে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,
অত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মোঃ মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন অত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোত্তালেব সরকার বকুল, সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জালাল, কোষাধ্যক্ষ সাঈদ মিয়া,ক্রিয়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজা মিয়া দপ্তর সম্পাদক আরিফ মিয়া,মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন অবিলম্বে শ্রমিকের টাকা আত্মসাৎকারি, দুর্ণীতিবাজ সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন তার সকল অপকর্মের বিরুদ্ধে শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ।
এই দুর্নিতীবাজ বিপ্লব শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন ভাতা যেমন মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা সঠিক ভাবে না দিয়ে তা লুটপাট করে খেয়েছে বলে অভিযোগ তুলে দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতার আনার দাবি করেন অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শ্রমিকরা ১০ মিনিট ব্যাপি ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।