খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে খতিব-ঈমাম ও মোয়াজ্জিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) পৌরশহরের মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও. মো. মোনয়ারুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাও. মো. সাইদুর রহমান, উপজেলা মসজিদ মিশন শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাও. মো. নজরুল ইসলাম লেবু, উপদেষ্টা মো. আবু বক্কর সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলা শাখার সুপারভাইজার আব্দুল আজিজ ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার প্রমুখ।
আহবানে ছিলেন উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাও. মো. আব্দুল মজিদ আকন্দ। সমাবেশটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াত নেতা রফিকুল ইসলাম।সমাবেশে উপজেলার ৪৫০ মসজিদের খতিব-ঈমাম ও মোয়াজ্জিনগণ অংশ নেয়।
সমাবেশ দেশের সকল মসজিদের খতিব-ইমাম মোয়াজ্জিনদের সরকারি ভাতা প্রদান কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয়।