খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ডেভিল হান্ট অপারেশনে এক আওয়ামী লীগ নেতা কাঠ ব্যবসায়ী আয়নাল হককে (৫৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাত দেড়টার থানার পুলিশের এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বৈরীহরিণমারী গ্রামের বাসিন্দা।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানার একটি বিস্ফোরক আইনের মামলায় (ডেভিল আসামী হিসেবে) আয়নালকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।