খবরবাড়ি ডেস্কঃ আগামী ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু ও পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাক আবু আলা মওদুদসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।