খবরবাড়ি ডেস্কঃ ঢাকার শাহবাগে জাতীয় সংগীতের অবমাননা করার ঘটনায় গাইবান্ধায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র আন্দোলনসহ বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
তারা জানান, গত ১০ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে শাহবাগে বিক্ষোভ চলাকালে কয়েকজনকে জাতীয় সংগীত গাইতে বাধা দেয়া হয়। এর প্রতিবাদে তাঁরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এ কর্মসূচী গ্রহণ করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা বলেন, জাতীয় সংগীত আমাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেয়া হয়। এ বিষয়ে সারা দেশে যেভাবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গাইবান্ধায় আমরা এ কর্মসূচি পালন করছি।
একটি স্বাধীনতাবিরোধী চক্রের ইন্ধনে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে যদি এখনও মুক্তিযুদ্ধকে আঘাত করা হয় তাহলে রাজনৈতিক মত নির্বিশেষে মানুষ এখনও প্রতিরোধ করতে জানে- এই কর্মসূচি থেকে তাদের আমরা এই বার্তাও দিতে চাই।