‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ স্লোগান নিয়ে গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক সচেতনতানুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট বাঁধের পাড় এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজ খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জলবায়ু ও পরিবেশ উপ পরিষদ সম্পাদক বিথী বেগম, জেলা শাখার সদস্য সম্পা দেব ওস্থানীয় বিউটি বেগম।
বক্তারা বলেন, আমাদের জীবন, জীবিকা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য ও সবকিছুর সাথে আমাদের নদীগুলো ওতপ্রতভাবেযুক্ত। হাজার বছর ধরেই এসব নদ-নদী আমাদের কৃষি, প্রকৃতি ও অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। নদী রক্ষা না করলে বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষা পাবে না। একজন মা যেমন তাঁর সন্তানকে পরিচর্চা করেন এবং খাবার খাইয়ে বড় করে তোলেন। নদীও প্রত্যক্ষভাবে মানুষকে বাঁচিয়ে রাখে। নদীগুলো আমাদের ধারণ করে আছে মায়ের মতো। এই মা ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকব না। তাই নদী ও পরিবেশ বাঁচাতে সবাইকে সচেষ্ট হতে হবে।
বক্তারা আরো বলেন, পরিবেশ অধিদপ্তরকে নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধের সব ব্যবস্থা নিতে হবে এবং ভূমি মন্ত্রণালয়কে জলাভূমির লিজ বন্ধ করতে হবে। সেই সঙ্গে মৎস্য অধিদপ্তরকে জলাভূমি রক্ষার দায়িত্ব নিতে। নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার চিহ্নিতকরণ, দখলদার উচ্ছেদ ও নদী উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য নদী রক্ষাকে অগ্রাধিকার বিবেচনা করে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা প্রচলিত আইনে নদী দখল ও দূষণকারীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।