খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় গণবিরোধী প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দূর্ণীতির প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৭ মে) দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশ শেষে নেসকো-২ অফিস ঘেরাও করা হয়।
বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির সহ-সভাপতি দেবল কুমারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুবর রহমান ও একেএম নুরুন্নবী সরকার প্রমুখ।
বক্তারা পতিত সরকারের দোসর গাইবান্ধা নেসকো-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলীদের অপসারণ, গ্রাহকদের অতিরিক্ত বিল দিয়ে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবী জানান। তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপন হলে মূল বিল ছাড়া প্রতিমাসে জনগণের পকেট থেকে প্রতিগ্রাহকের প্রায় ১৬৮ টাকা অতিরিক্ত বিল দিতে হবে। বিল ট্যাক্স ভ্যাট ছাড়া এই টাকা গাইবান্ধায় মাসে প্রায় ১২ কোটি টাকার মত জনগণের টাকা অপচয় হবে।
বক্তারা আরো বলেন, দূর্ণীতিগ্রস্ত নির্বাহী প্রকৌশলী ডিভিশন-১ ও ২ এবং কর্মকর্তা-কর্মচারীদের কারণে টেন্ডার ছাড়া স্থানীয় কিছু সুবিধাবাদীর সহায়তায় প্রিপেইড মিটার লাগানোর পাঁয়তারা করছে। দূর্ণীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচার করতে হবে ও অতিরিক্ত বিল করে গ্রাহকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ এবং ওইসব মামলা প্রত্যাহারের দাবী জানান। তাই প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিল করে মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।