খবরবাড়ি ডেস্কঃ উত্তরজনপদের অবহেলিত গাইবান্ধা জেলায় প্রস্তাবিত চীন সরকারের হাসপাতাল, ইপিজেড ও একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ গ্যাস সংযোগের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার নেতারা।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার আহ্বায়ক মাসুদ মিয়া ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই নেতারাসহ স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম।
স্বারকলিপিতে যা উল্লেখ যা করা হয়েছে গাইবান্ধা জেলায় প্রস্তাবকৃত ইপিজেড করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা দ্রুত বাস্তবায়ন করা অতীব প্রয়োজন। এছাড়া গাইবান্ধা জেলার বুক চিড়ে গ্যাস রংপুর বিভাগে গ্যাস সংয়োগ করা হচ্ছে অথচ অবহেলিত গাইবান্ধাবাসী এ গ্যাসের সুবিধা পাচ্ছে না যেটা গাইবান্ধায় বাস্তবায়ন দরকার। সেইসাথে গাইবান্ধা জেলায় কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই। তাই এখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন অবশ্যক।
এদিকে; চীন সরকারের আর্থিক সহায়তায় রংপুরে ৫০০-১০০০ শয্যার জেনারেল হাসপাতাল স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচনপূর্বক প্রস্তাব প্রেরণের নিমিত্ত স্মারকপত্র পাওয়া যায়। এ পত্রের পরিপ্রেক্ষিতে গাইবান্ধা জেলার সকল অংশীজনের পরামর্শক্রমে জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুন্দরগঞ্জে একটি উপযুক্ত স্থান নির্বাচন পূর্বক প্রতিবেদন চাওয়া হয়। সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপযুক্ত স্থান নির্বাচন পূর্বক স্কেচম্যাপসহ প্রতিবেদন অত্র অফিসে দাখিল করেছেন। এ প্রতিবেদনে সুন্দরগঞ্জ উপজেলাধীন হরিপুর ইউনিয়নের হরিপুর মৌজাস্থ ২৫ একর জমিতে চীন সরকারের আর্থিক সহায়তায় ৫০০-১০০০ শয্যার জেনারেল হাসপাতালটি স্থাপনের প্রস্তাব করেছেন। এখানে এ হাসপাতালটি নির্মিত হলে গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলায় বসবাসরত প্রায় ৮০ লাখ মানুষ উন্নত চিকিৎসার সুবিধা পাবেন এবং এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘাটবে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলার আহ্বায়ক মাসুদ মিয়া ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ বলেন, বুধবার (৭ মে) ওইসব দাবী সম্বলিত একটি স্বারকলিপি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে স্মারকলিপি জমা করা হয়েছে। গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা সচেষ্ট আছি