খবরবাড়ি ডেস্কঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়াল্টন প্লাজা গাইবান্ধা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপী গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই মেডিকেল ক্যাম্পে জেলার শতাধিক দুঃস্থ অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল্লাহ আল মামুন।
এসময় ওয়াল্টন প্লাজা গাইবান্ধার ব্যবস্থাপক মো. শরিফুল হাসান নয়ন, ফোর ইনচার্জ সৈয়দ মুহিতসহ গাইবান্ধা ওয়াল্টন প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা নিতে রোগীদের সাথে কথা বললে তারা জানান, গাইবান্ধা ওয়াল্টন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাইকিং শুনে আমরা এখানে চিকিৎসা নিতে আসছি। ফ্রিতে সুন্দরভাবে চিকিৎসকের সেবা ও ওষুধপত্র পেয়ে আমরা খুবই খুশি। এজন্য ওয়াল্টন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এব্যাপারে ওয়াল্টন প্লাজা গাইবান্ধার ব্যবস্থাপক মো. শরিফুল হাসান নয়ন জানান, ওয়াল্টন শুধু পণ্য বিক্রি করেই দায়বদ্ধ থাকে না। তারা সারাদেশের দুঃস্থ, অসহায়-গরীব মানুষদেরকেও বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধাতেও ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র প্রদান করা হয়।