খবরবাড়ি ডেস্কঃ আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য রেশনিং, বিনা জমায় পেনশন স্কিম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে শহরের ডিবি রোডের ১ নম্বর রেলগেট থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো রেলগেটে সমাবেশে মিলিত হয়।
ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, মশিউর রহমান মইশাল, সদর উপজেলা তেমজুর সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আইয়ুব আলী ও ইদ্রিস আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মেহনতি মানুষ বৈষম্যের শিকার আর গ্রামীণ ক্ষেতমজুররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তারা আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য সর্বত্র রেশনিং চালু, বিনা জমায় পেনশন স্কীম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার জোর দাবী জানান।