খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলায় নিয়মিত টহল ডিউটি করাকালীন তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুরের কইপাড়া মোড় সংলগ্ন শুভ টেলিকমের সামনে নলডাঙ্গা হতে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন গাইবান্ধা র্যাব-১৩, সিপিসি-৩। এসময় মোটর সাইকেল তল্লাশি কালে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ দু’টি মোটর সাইকেল জ্বদ করা হয়। আটককৃতরা হলেন রংপুর শহরের জম্মায়পাড়া এলাকার রহম আলী শেখের ছেলে আব্দুল কাইয়ুম (৪৮) ও তার ছোট ভাই খোকন শেখকে (৪২) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সাদুল্লাপুরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় দায়ের করা হয়েছে।