খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বুধবার (২এপ্রিল) সকালে অস্থায়ী কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মো. এরশাদুল হক ইমনের সভাপতিত্বে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাও. জহুরুল হক সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও. মো. নজরুল ইসলাম লেবু। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা সাবেক আমীর মাও. আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা আমীর আবু বক্কর সিদ্দিক, ওলামা মাশায়েখ সভাপতি মাও. আব্দুল হামিদ, সাদুল্লাপুর উপজেলা প্রকাশনা সম্পাদক শাহ আলম. উপজেলা সাবেক শিবির সভাপতি রেজাউল করিম ছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি রুম্মান ফেরদৌস, সাবেক জেলা সভাপতি আবু সাইদ খুদরী লিখন, সাবেক জেলা সভাপতি ওমর সানী, রংপুর কারমাইকেল কলেজের সভাপতি মেহেদী হাসান ও সাদুল্লাপুর উপজেলা উত্তর শাখার সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলার অন্তর্ভুক্ত বাহিরে অবস্থিত সাবেক ও বর্তমান রুকন (সদদ্য) শিবিবের সদস্য, সাথী, দায়িত্বশীলের পক্ষে ইঞ্জিনিয়ার এরশাদুল হক। এরআগে উপস্থিত ডেলিগেটেদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাত্র-জনতার আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দো’আ করা হয়।