খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় দায়ের হওয়া মামলা থেকে বাঁচতে নিজ জেলায় এবং বাদী পরিবর্তন করে অন্য জেলায় হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভূক্তভোগী মামলার বাদী পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আশরাফুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্য বলেন, আমিসহ আমার পরিবারের লোকজনদের সহিত জমি নিয়ে বিবাদী রংপুর শহরের তাজহাট থানার তাজহাট মোল্লাপাড়া গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মোস্তাফিজার রহমান নজরুল এবং গাইবান্ধার পলাশবাড়ী থানার শিবরামপুর মো. শহিদুল ইসলামের ছেলে হাসিবুর রহমান গংদের সহিত বিরোধ চলে আসছিল।
এরজের ধরে গত ২৬/০১/২০২৫ তারিখে বিবাদী গংরা আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা (নং-০৫, তাং-০৪/০২/২০২৫) দায়ের করি।
এদিকে; মামলা থেকে বাঁচতে উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করিয়া প্রতিপক্ষ মো. হাসিবুর রহমান বাদী হইয়া আমিসহ মোট ৮ জনের বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ী বিজ্ঞ আমলী আদালতে (সিআর মামলা নং-৪৬/২৫, তাং-০৪/০২/২০২৫) দায়ের করেন।
এছাড়াও একই ঘটনাকে কেন্দ্র করে শুধু স্থান ও বাদী পরিবর্তন করে বিবাদী মোস্তাফিজুর ভূক্তভেগী ৮ জনকে আসামী করে রংপুরের পীরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমালী আদালতে (সিআর মামলা নং-১৪৯/২৫, তাং-০৫/০৩/২০২৫) আরো একটি মামলা করেন। যাহা সম্পূর্ণ আমাদের হয়রানী করাসহ আদালতের সাথে প্রতারণার শামিল। আসামীপক্ষ বাদীসহ তার পরিবারের লোকজনকে ভয়ভীতিসহ নানা হুমকি প্রদর্শন অব্যহত রেখেছে।
আমি অত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃর্পক্ষের সুদৃষ্টি কামনাসহ কুচক্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।
এসময় ভূক্তভোগীদের মধ্যে মাজহারুল ইসলাম, আজাদুল ইসলাম, মারুফ আকন্দ, জুয়েল মিয়া, জোসনা বেগম, জাহিদুল ইসলাম ও মাহমুদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।