খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার কালীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন মুসলিম জয় উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মরহুম শাহ আলম ও উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের ছেলে।
থানা সূত্র জানায়, উপজেলার ফজলুপুর ইউনিয়নে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, চলমান বিশেষ অভিযানে যারা অভিযুক্ত তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধ মঞ্চের রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেফতার করা হয়েছে।